দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে, সংশ্লিষ্টদের আরো কাজ করে যাওয়ার নির্দেশনা
- আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে, সংশ্লিষ্টদের আরো কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে, মাছ রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন সরকারের লক্ষ্য বলেও জানান, সরকার প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে, গণভবনের পুকুর মাছের পোনা অবমুক্ত করেন, প্রধানমন্ত্রী। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ। তিনি মৎস্যখাতের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের ভূয়ষী প্রশংসা করেন। তিনি বলেন, দেশে প্রায় পৌনে পাঁচশত প্রজাতির সামুদ্রিক মাছ এবং ২৫০ প্রজাতির বেশী স্বাদুপানির মাছ রয়েছে। এছাড়াও চিংড়ি, কাঁকড়া, শামুকসহ অসংখ্য মৎস্যসম্পদের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা সৃষ্টি হয়েছে। মৎস্যচাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেড়িয়ে এসে উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে আর এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।