করোনায় দিনাজপুরের চিরিরবন্দরে মসজিদের ইমামসহ চার’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনায় দিনাজপুরের চিরিরবন্দরে মসজিদের ইমামসহ চার’জনের মৃত্যু হয়েছে।
চিরিরবন্দরে করোনায় মোঃ মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে মারা যায় সে । স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন তিনি । এছাড়া দিনাজপুর সদর উপজেলায় একজন ও পাবর্তীপুর উপজেলায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস।
এদিকে, নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় ১ জনের মৃত্যৃ হয়েছে। এছাড়া নতুন করে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।