করোনায় উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় চার’জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনায় উপসর্গ নিয়ে সাতক্ষীরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় চার’জনের মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরোও দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক জন মেডিকেল কলেজ হাসপাতালের অইসোলেশনে ও একজন মেডিকেলে ভর্তির আগেই মারা যান। গেলো রাতে তাদের মৃত্যু হয়। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০ জন।
ঝিনাইদহে করোনায় উপসর্গ নিয়ে বিপুল গাঙ্গুলি নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলির ছেলে ও শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল গভীর রাতে জ্বর, ঠাণ্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন মকবুল হোসেন।