মার্কিন-চীন কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মার্কিন-চীন কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে । সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্র চীনের কনস্যুলেট বন্ধের নির্দেশের পর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণলায় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের নেয়া অযৌক্তিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় চেংদুতে কনস্যুলেট বন্ধের এমন সিদ্ধান্ত আইনসঙ্গত।’ যুক্তরাষ্ট্র অবশ্য এখনও এর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরির অভিযোগ তুলে গত মঙ্গলবার টেক্সাসের হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধে বেইজিংকে ৭২ ঘণ্টার সময়সীমা বেধে দেয় ওয়াশিংটন।