চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া সংগ্রহে সিন্ডিকেট যেন সক্রিয় হতে না পারে: সচিব মোস্তফা কামাল উদ্দীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া সংগ্রহে সিন্ডিকেট যেন সক্রিয় হতে না পারে সেদিকে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। একই সাথে কোরবানি পশুরহাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, সেদিকেও প্রশাসনের নজর রাখতে হবে। এমনকি ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক না থাকলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনারও নির্দেশনা দেন তিনি। চট্টগ্রামের বিভাগীয় কমিশনা এবিএম আজাদের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বিসহ অনেকে।