আগামী এক বছরের মধ্যে পায়রা বন্দর পূর্ণাঙ্গ রুপে কর্যক্রম শুরু করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আগামী এক বছরের মধ্যে দেশের অন্যতম ও তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পূর্ণাঙ্গ রুপে কর্যক্রম শুরু করবে। এমন মন্তব্য করেছে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী।
সকালে পটুয়াখালীর পায়রা বন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ সব কথা বলেন। এরআগে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপন করেন তিনি। এ সময় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মুহিব্বুর রহমান, সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহিদুল হক উপস্থিত ছিলেন।