৫ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ছয়’জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, সাতক্ষীরা, মৌলভীবাজার, মাদারীপুর ও দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ছয়’জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারসহ দু’জনের মৃত্যু হয়েছে। দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদের মৃত্যু হয়। এছাড়া জেলার গফরগাঁওয়ে আবুল কালাম আজাদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
করোনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে জাফরুল্লাহ নামের এক বৃদ্ধ মারা গেছে। গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি ।
মৌলভীবাজারের রাজনগরে করোনায় গেলো রাতে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন শাহীন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার তেরাচং গ্রামে।
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে বদরুদ্দিন আনসারী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।
মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতরাতে নিজ বাড়িতে ১ ব্যক্তি মারা গেছে।