প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তা চেক বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তা চেক বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
গেলো রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে সহায়তা চেক বিতরণ করেন তিনি।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এ সময় বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিককে দশ হাজার টাকা করে ময়মনসিংহ জেলার ৭১ জনসহ বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার ১৮৩ জন সাংবাদিকের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়।