দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ :মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বন্যা মোকাবেলায় ব্যর্থতার নেপথ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং তিস্তা চুক্তি কার্যকরের ব্যর্থতাকে দায়ী মনে করেন বিএনপি মহাসচিব। যেকোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে রয়েছে বলে দাবীও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সাম্প্রতিক বন্যা নিয়ে ভার্চূয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বলেন।
সময় যত গড়াচ্ছে ততই জটিল হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। উজান থেকে আসা অব্যাহত ঢলে একের পর এক প্লাবিত হচ্ছে দেশের বেশিরভাগ জেলা। করোনার মাঝে বন্যার এই দুর্ভোগ বানভাসী মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে নিজ দলের অবস্থান তুলে ধরতে অনলাইন ব্রিফিয়ে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুরুতেই তিনি অভিযোগ করেন, ভারত থেকে অভিন্ন নদীগুলোর সব বাঁধ খুলে দেয়ায় বেশিরভাগ জেলা প্লাবিত হয়েছে।
করোনা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার চরম ভাবে ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি।
বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।