ভারতের সঙ্গে ৮টি রেলপথের মধ্যে ৪টি পুনরায় চালুর উদ্যোগ
- আপডেট সময় : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে ৮টি রেলপথের মধ্যে চারটি পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, দুই দেশের উন্নত সম্পর্কের মাধ্যমে নানা দুর্যোগ মোকাবেলা করতে পারবে। ভারতের সাথে কন্টেইনারবাহী ট্রেন চালু হওয়ায় দু’দেশের অর্থনীতি আরো গতি পাবে বলে মনে করেন তিনি । বাংলাদেশের ঘাটতি পূরণে উপহার হিসেবে ভারতের দেয়া ১০টি ব্রডগেজ লোকোমোটিভ রেল ইঞ্জিন গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ।
বাংলাদেশের ঘাটতি পূরণে উপহার হিসেবে ভারতের দেয়া ১০টি ব্রডগেজ লোকোমোটিভ রেল ইঞ্জিন উপহার দিয়েছে ভারত। আর সেগুলো গ্রহণ করতে রেল ভবনে এই আয়োজন। বিকেলে গেদে – দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ইঞ্জিনগুলো। এসময় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন দুই দেশের মন্ত্রীরা ।
এ সময় ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
এই রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুই দেশের সম্পর্কের সোনালী দিন অব্যাহত থাকবে। এছাড়া, ভারতে সাথে যোগাযোগের ৪টি রেল লাইন পুনরায় চালু করা হবে।
দুই দেশের উন্নত সম্পর্কের মাধ্যমে নানা দুর্যোগ মোকাবেলা করতে পারবে। ভারতের সাথে কন্টেনবাহী ট্রেন চালু হওয়ায় দুইদেশের অর্থনীতি আরো গতি পাবে। ধীরে ধীরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি করবে।
হস্তান্তর অনুষ্ঠানে ভারতের রেলমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে রচিত বাংলাদেশ-ভারতের মধ্যকার কালোত্তীর্ণ সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন।
বেশ কিছু বছর ধরে বাংলাদেশ ভারতে সম্পর্ক অত্যান্ত ভালো। সম্পর্কের এই সোনালী অধ্যায় ভবিষৎতে ও বহাল থাকবে। পাশাপাশি বাংলাদেশের রেলযোগের উন্নয়নে পাশে থাকবে দেশ ভারত।
বাংলাদেশের আবকাঠামো উন্নয়নে পাশে থাকবে ভারত। ইতোমধ্যে আমাদের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। যার মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়া আরো বেশি শান্তি প্রতিষ্ঠিত হবে
করোনাকালের এইদিনগুলোতে একে অপরের পাশে থাকার কথাও জানান দুই দেশের প্রতিনিধিরা।