করোনা ঝুকি নিয়েই নাড়ীর টানে রাজধানী ছাড়ছে মানুষ
- আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা ঝুকি নিয়েই নাড়ীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় নেই আগের মতো। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রশাসনের নজরদারি না থাকায় সংকমণ ঝুকি বাড়ছে বলে অবভযোগ করেন যাত্রীরা। এদিকে সময়মত গাড়ী না ছাড়ায় দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে যাত্রী সংকটের কারণেই গাড়ী ছাড়ায় বিলম্ব হচ্ছে বলে দাবী করেছে মালিকপক্ষ।
উত্তর ও দক্ষিন বঙ্গের প্রবেশ দ্বার হিসেবে পরিচিতি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। করোনাকালীন সংকট বিবেচনায় নিয়ে সংক্রমণ প্রতিরোধে রাজধানীর ব্যস্ততম এই বাস টার্মিনালটিতে স্থাপন করা হয় জীবানুমুক্ত করন প্রবেশ পথ। কিন্তু গেল ১ মাস ধরে অচল হয়ে আছে সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ন এ উদ্যোগ।
অচল এই দরজারটি ঠিক নাকের ডগায় দায়িত্বপালন করছেন বিআরটিএ-র দুই কর্মকর্তা। কিন্তু দেখেও না দেখা যে আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাড়িয়েছে।
৩ দিন পর কোরবানীর ঈদ। কিন্ত টার্মিনালের ভেতরে ছিল না যাত্রীদের ভীড়। এর মাঝে পরিবার পরিজন নিয়ে যারা বাড়ী যাচ্ছেন কাঙ্খিত বাসের জন্য দীর্ঘ অপেক্ষায় তাদের কণ্ঠেও ছিল অভিযোগের সুর।
তবে সময়মত বাস ছাড়তে না পারার কারণ হিসেবে যাত্রী সংকট কে দায়ী করেন বাস মালিকরা।
এদিকে, গাবতলীর তুলনায় মহাখালী আন্ত জেলা বাসটার্মিনালে যাত্রীদের উপস্থিতি ছিল একটু বেশী। টিকেট কাটার সময় স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে মালিকপক্ষের তৎপরতা ছিল চোখে পড়ার মত। বাস মালিক ও যাত্রী, উভয়পক্ষের কথায় ছিল করোনার ছাপ।