করোনার মধ্যেই ঈদ কেনাকাটায় সরগরম রাজধানীর বিপনি বিতানগুলো
- আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই ঈদ কেনাকাটায় সরগরম রাজধানীর নিউ মার্কেটসহ বিপনি বিতানগুলো। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নানা ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। আর পছন্দের পোশাকে নিজেকে সাজাতে ক্রেতারা ভিড় করছেন মার্কেটগুলোতে। শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পাশাপাশি প্রবেশ পথে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল বা চেম্বারও স্থাপন করা হয়েছে।
ঈদকে সামনে রেখে করোনা ঝুঁকির মধ্যেই জমে উঠেছে রাজধানীর নিউমার্কেট গাউছিয়া, চাঁদনী চকসহ আশপাশের বিপণী বিতান গুলোর বেচাকেনা। বাহারি রঙের পোশাকের পসরা ছাড়াও শো-রূমগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। পছন্দের পোশাকে নিজেকে সাজাতে ছেলেরাও পছন্দের পাঞ্জাবি কিনতেও ভিড় জমাচ্ছেন শো রুমগুলোতে ।
নিউ মার্কেট কমপ্লেক্সের ভেতরে ও বাইরে নারী ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ছুটছেন চন্দ্রিমা মার্কেটের শোরুমগুলোতে। শিশুদের জামা কাপড় কিনতেও ভিড় ছিল চোখে পড়ার মত ।
ঈদের এক সপ্তাহ আগে থেকে বেচাকেনা ভালই হচ্ছে জানিয়ে বিক্রেতারা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ দিনের লকডাউন আর সাধারণ ছুটিতে দোকান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা ঈদের বেচাকেনা পুষিয়ে নেয়ার আশা তাদের ।
প্রতিটি শপিংমলের প্রবেশ পথে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল বা চেম্বার স্থাপন করা হয়েছে যাতে করে নির্বিঘ্নে ঈদ কেনাকাটা করতে পারে নগরবাসি ।