লঞ্চের স্বাভাবিক নকশা স্বাস্থ্যসম্মত নয় :নৌপরিবহন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
লঞ্চের স্বাভাবিক নকশা স্বাস্থ্যসম্মত নয় বলে মন্তব্য করে সেগুলোকে নতুন আঙ্গিকে রুপ দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তাই ঈদ যাত্রায় সবাইকে নৌবিধি ও স্বাস্থ্যবিধি মেনে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন করোনা এবং বন্যার মধ্যে লঞ্চযাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। লঞ্চে ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মানতে জীবাণুনাশক টানেল স্থাপন সহ তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করা হয়েছে। লঞ্চ মালিকরাও ব্যবস্থা নিয়েছেন। এসময় বন্যার কারনে আরিচা ও মাওয়া ঘাটে অতিরিক্ত পানি ও স্রোতে কিছুটা ভোগান্তি হতে পারে বলেও জানান তিনি। দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে দফতর ও সংস্থাসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব বলেন।