বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৭২১। এর মধ্যে ৬ লাখ ৭০ হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭ লাখ ৬৬ হাজার ৬৮৭ জন। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭৫। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৭৪৫ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।