৯০ বছর পর প্রথম ১ হাজার মুসল্লিদের নিয়ে অনুষ্ঠিত হলো হজ্
- আপডেট সময় : ০৭:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আজ পবিত্র হজ। ৯০ বছর পর এবারই প্রথম মাত্র ১ হাজার মুসল্লিদের নিয়ে অনুষ্ঠিত হলো হজ্জ। আরাফাতের ময়দানে ধ্বনিত হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজ্জের খুৎবায় ছিল মহান আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে করোনা মহামারি থেকে বিশ্বকে মুক্তির দোয়া।
ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হজ। প্রতি বছর ২০ লাখের অধিক মুসলিম অংশ নিলেও এবার মাত্র ১ হাজার মুসল্লিকে অনুমতি দেয় সৌদি সরকার। যাদের বয়স ২০ থেকে ৫০ বছরেরর মধ্যে। তারপরও আল্লাহর ঘরে সুযোগ পাওয়া মুসল্লিরা বলতে থাকেন লাব্বায়িক আল্লাহুম্ম লাব্বায়িক।
বুধবার থেকে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। তবে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এবার হজে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয় সৌদি সরকার। হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়। হজ শুরুর আগেই দুই ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ এ বছর হজের সময় কাবা শরিফ স্পর্শ বা চুম্বন নিষিদ্ধ করা হয় ।
বৃহষ্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন হজ পালনকারীরা। হজের খুতবা শোনার জন্য তারা আরাফাতের ময়দানে সমবেত হন । যেখানে করোনা থেকে মুক্তিতে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেন ৯২ বছর বয়সী শায়খ ড. আবদুল্লাহ বিন সোলায়মান আল মানিয়া।
সূর্যাস্তের পর মুসল্লিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে রাতে অবস্থানও করবেন সেখানে। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে সকালে হাজিরা মিনায় ফিরে ১০ জিলহজ শারীরিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ৫০ জন একত্রে জামারাতুল আকাবায় পাথর নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টির আশায় হাজিরা পশু কোরবানি করবেন।
সবশেষে মাথা মুণ্ডন এবং তাওয়াফে জিয়ারত করার মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশেষ হজ্জ পালন।