ছয় হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের
- আপডেট সময় : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন । বৃহস্পতিবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত বছরের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার অনেক বড় । বাজেটের আকার বাড়লেও বাড়ানো হয়নি কর। তবে অনেক ক্ষেত্রে ব্যয় সংকচন করা হয়েছে বলে জানান তিনি ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করলেন শেখ ফজলে নূর তাপস।
গত বছরের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার দ্বিগুনের চেয়েও বেশি। তবে এবার বড়ানো হয়নি ট্যাক্স। গত অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩ হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল। পরে সংশোধিত বাজেট দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকা।
২০২০-২১ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৯ কোটি ২ লাখ টাকা, অন্যান্য আয় ৭ কোটি ৭০ লাখ টাকা, সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৯১৬ কোটি ৫৭ লাখ টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ১৮৬ কোটি ৩০ লাখ টাকা।
অন্যদিকে ২০২০-২১ সালের বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৪৫৭ কোটি ২৩ লাখ টাকা, অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি, মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫০৫ কোটি ৮৪ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ১৫৪ কোটি ৫২ লাখ টাকা।
গেলো বছর মশক নিধনে দুর্নীতি, গাফিলতি ছিলো উল্লেখ করে মেয়র বলেন, এ বছর ডেঙ্গু আর চিকুনগুনিয়ায় ঢাকাবাসীকে কষ্ট পেতে হবে না। পূর্ণ দায়িত্ব নিয়ে ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস দেন ডিএসসিসি মেয়র।