শেষ মুহর্তে বেচা-কেনা জমে উঠেছে রাজধানীর কোরবানীর পশুরহাটে
- আপডেট সময় : ০৮:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শেষ মুহর্তে বেচা-কেনা জমে উঠেছে রাজধানীর কোরবানীর পশুরহাট। সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিলো নগরীর সবচেয়ে বড় পশুরহাট গাবতলীতে। কোরবানীর হাট সরগম হয়ে উঠলেও করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। সব বাধা উপেক্ষা করে হাটে প্রবেশ করছে নারী ও শিশুরা । ইজারাদারদের দাবি, নানা উদ্যোগ নেয়া হলেও তা মানছেন না ক্রেতা-বিক্রেতারা। পুশিল জানায়, স্বাস্থ্যবিধিসহ আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
একদিন পর মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। তাই কোরবানীর পশু বেচা-বিক্রিতে রাজধানীর গাবতলী হাট সরগরম। পছন্দের পশু কিনে বাড়ী ফিরছেন ক্রেতারা।
পশু কিনে দাম নিয়ে সন্তুষ্টির কথও জানান তারা।
বাজার জমে ওঠায় কম-বেশী বেচা-বিক্রি শুরু হয়েছে। এতে হতাশা কাটিয়ে মুনাফার আশা করছেন ব্যবসায়ীরা।
যশোর ও রাজবাড়ী থেকে উন্নত জাতের গরু নিয়ে আসছেন খামারিরা। তবে, বাজার দর হিসেবে বেশি দাম হাকাচ্ছেন তারা।
হাটে সংক্রমণ এড়াতে নেই কোন সতর্কতা। ক্যামেরা দেখে নানা অযুহাতে মাস্ক পড়েন ক্রেতা ও ব্যবসায়ীরা।
আর নারী ও শিশুরা হাটে না যাওয়ার নির্দেশনা থাকলেও দেদারছে ঘুরে বেড়াচ্ছে শিশুরা।
ইজারাদার বলছেন, নানা উদ্যোগ থাকলেও সবাইকে স্বাস্থ্য বিধির আওতায় নেয়া সম্ভব হচ্ছে না।
মাস্ক ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আয়োজক ও আইন শৃঙ্খলাবাহিনীর নজরদারি কম লক্ষ্য করা গেলেও পুলিশ বলছে ভিন্ন কথা।