গত ২৪ ঘণ্টায় ভারতে ৫২ হাজার ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রতিদিনই শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২ হাজার ১২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২।
কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় অন্তত ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৯৬৮।
আক্রান্তদের মধ্যে ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৬৪ দশমিক ৪৩ শতাংশ।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। প্রতিদিনই সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু এক লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটিতে ১৪৬১ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে । যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার। অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। সেখানকার হাসপাতালগুলোতে রোগীর স্থান সংকুলান হচ্ছে না।