রিজেন্টের সাহেদ কে নিয়ে সাতক্ষীরা সীমান্তে অভিযান র্যাবের
- আপডেট সময় : ০৮:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বহুল আলেচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান, প্রতারক সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্তে অভিযানে নিয়ে আসে র্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকাল ৪ টার দিকে র্যাব সদস্যরা নিরাপত্তাবেষ্টনির মধ্যদিয়ে একটি সিলভার রঙের মাইক্রোবাসযোগে তাকে খুলনা র্যাব-৬ এর কার্যালয় থেকে থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হয়। পরে দেবহাটার লাবর্নবর্তী ব্রীজ এলাকায় তাকে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাস থেকে প্রতারক সাহেদ করিমকে সেখানে গাড়ি থেকে নামানো হয়। প্রায় আধাঘন্টা তাকে নিয়ে ওই এলাকায় ঘুরাঘুরি করে র্যাব সদস্যরা। র্যাব সদস্যরা জানায়, গত ২০ জুলাই সাহেদ কমির দেবহাটা উপজেলার শাখরা কোমরপুরস্থ লাবর্ণবর্তী খাল দিয়েই ভারতে পাড়ি জমানোর চেষ্টা করেছিল। লাবর্ণবতী ব্রীজের নীচ থেকে র্যাব সদস্যরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।