সামাজিক দুরুত্ব মেনে সারদেশে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেশ ও জাতির মঙ্গল এবং করোনা ভাইরাস থেকে বিশ্বব্যাপী মুক্তি কামনা করে ও সামাজিক দুরুত্ব মেনে সারদেশে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। রাজশাহীতে ঈদের জামাতগুলোতে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির ফরিয়াদ জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে। মুসলিম উম্মাহর শান্তির জন্যও মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। শনিবার রাজশাহীতে শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়।
গোপালগঞ্জের মসজিদে মসজিদে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সমাজিক দূরত্ব বজায় রেখে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব মেনে বিপুল উৎসাগ উদ্দীপনার মধ্যদিয়ে কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদসহ প্রায় ২ শতাধিক মসজিদে তিন দফায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।
করোনার কারণে সিলেট শাহী ঈদগাহ সহ খোলা জায়গায় কোন ঈদ জামাত অনুষ্ঠিত না হলেও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। নামাজের দোয়ায় করোনা ভাইরাস থেকে রংপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল-আযহার নামাজ। সামাজিক দূরুত্ব বজায় রেখেই মসজিদগুলোতে ঈদের জামাতে অংশ নিয়েছে ধর্মপ্রান মুসল্লিরা।
ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দান মসজিদে। সকাল আটটায় প্রথম জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। সকাল ৭ টা ও সাড়ে ৭টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা শহরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় শহরের মোক্তারপাড়া জামে মসজিদে। নামাজে অংশ নেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। নাটোরের কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে সকাল সাত টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদের জামাতে নামাজ পড়ান মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান। ঝালকাঠিতে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে সকাল পৌনে ৮টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে খুলনায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৈশ্বিক করোনা মহামারী থেকে রক্ষা, মুসলিম উম্মাহ ও দেশ-জাতির প্রার্থনা সুখ-সম্বৃদ্ধি কামনা করা হয়। বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল সাড়ে সাতটায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিধি মেনে বরিশালে অনুষ্ঠিত হয় ঈদ উল আযহার জামাত। সকাল ৮টায় নগরীর কালেক্টরেট জামে মসজিদে জেলা প্রশাসকসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মুসুল্লিদের নিয়ে জামাতে অংশ নেন।সারাদেশের ন্যায় দিনাজপুরের ১৩টি উপজেলায় ধমীয় ভাব গম্ভির্র মাধ্যমে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা।
নরসিংদীতে করোনা ভাইরাস সংক্রমন রোধে শারীরিক দূরত্ব বজায় রেখে নরসিংদীর সকল মসজিদের ভিতরে ঈদের নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে, যথা যথা যোগ্য মর্যাদায় মেহেরপুরে ঈদুল আযহা পালিত হয়েছে। মেহেরপুর কোর্ট মসজিদে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।