২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬ জন
- আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৫৪ জনে। একই সময়ে ৩ হাজার ৯৮৪ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৮৬ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনে।দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ তথ্য জানান অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৪ জনের। নাসিমা সুলতানা জানান, মৃত ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩১ শতাংশ।