মৌলভীবাজার, ধামরাই ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

- আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার, ঢাকার ধামরাই ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মির্জাপুর এলাকায় বাস চাপায় শহীদ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুলাউড়া থেকে সিলেটের দিকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে বাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শহিদুল প্রাণ হারান। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
ঢাকার ধামরাইয়ে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের তিন আরোহীর মৃত্যু হয়েছে। ঢাকাগামী পিকআপটি ধামরাইয়ে বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফাল্গুনী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপে থাকা তিন ব্যক্তির মৃত্যু হয়। এঘটনায় আরো পাঁচ ব্যক্তি আহত হয়েছে।
মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রব নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। রোহান পরিবহনের যাত্রীবাহী একটি বাস সেতুর পশ্চিম পাশের ঢালে রিকশাটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। রিকশার যাত্রী ছিটকে দূরে গিয়ে পড়ে গুরুতর আহত হন। কিন্তু ঘটনাস্থলেই রিকশাচালক আব্দুর রবের মৃত্যু হয়।