হবিগঞ্জ, কুমিল্লা ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় চার’জন নিহত
- আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ, কুমিল্লা ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় চার’জন নিহত হয়েছে
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। মিতালী পরিবহনের একটি বাস নতুন ব্রিজ এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস মিতালী বাসের পিছনে ধাক্কা দেয়। এতে মিতালী বাসের পিছনে দাড়িয়ে থাকা ২ জনই ঘটনাস্থালেই নিহত হয়। এছাড়া উভয় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
কুমিল্লার দাউদকান্দিতে লাল-সবুজ পরিহনের একটি বাস যাত্রীসহ মহাসড়কে উল্টে এক পথচারী নিহত হয়েছে। নোয়াখালী-ঢাকা রোড়ে চলাচলকৃত লাক-সবুজ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় পৌঁছলে বাসটি সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে থাকা পথচারী নিহত হয়। আহত হয় আরও এক পথচরী।
এদিকে, মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছে। গেলো রাত সোয়া ১০ টার দিকে মৌলভীবাজার শহরতলির জগন্নাথপুর এলাকায় উপশহরের প্রধান ফটকের সামনের ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের উপর দিয়ে ওই নারী রাস্তা পারা-পারের সময় এ দুর্ঘটনা ঘটে।