রাজনৈতিকভাবেও দক্ষ সংগঠক ছিলেন শেখ কামাল : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে দক্ষ হওয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও দক্ষ সংগঠক ছিলেন শেখ কামাল।
সকালে জাতীয় ক্রীড়া পরিষদে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী । এসময় তিনি জানান, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করাই ছিল ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য। হত্যাকারীদের মধ্যে এমন কেউ ছিলেন না যারা এক বেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসায় খায়নি। অথচ তারাই নির্মমভাবে হত্যা করল বঙ্গবন্ধু-সহ পুরো পরিবারকে। তিনি বলেন, স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে হত্যার বিচার চাওয়ার অধিকার ছিল না এই দেশে।পুরো পরিবারকে হত্যা করে বিচার চাওয়ার অধিকার থেকেও আইন করে বঞ্চিত রাখা হয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।