সাভারে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাভারে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সাভার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমুলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার সভাপতিত্বে প্রস্তুতিমূলক এ সভায় প্রধান অতিথি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যানম ঞ্জুরুল আলম রাজীব। সভায় যথাযথ মর্যাদায় জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উদযাপনে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয় এবং তা বাস্তবায়নের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,পৌর মেয়র আব্দুল গণি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।