ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণে জরুরি কাজের চেয়ে স্থায়ী কাজের প্রতি জোর দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণে জরুরি কাজের চেয়ে স্থায়ী কাজের প্রতি জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।
দুপুরে মাদারীপুর শহররক্ষা বাঁধের ধ্বস এলাকায় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি । এ সময় মাদারীপুর শহররক্ষা বাঁধ স্থায়ী নির্মাণের জন্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প হাতে নেয়ার কথাও জানান এনামুল হক শামীম । এ সময় তিনি আরো বলেন, নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।