দীর্ঘ চার মাস পর পুনরায় উৎপাদনে যাচ্ছে দিনাজপুরের কঠিন শিলা প্রকল্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনায় দীর্ঘ চার মাস বন্ধের পর ১৬ আগস্ট থেকে পুনরায় উৎপাদনে যাচ্ছে দিনাজপুরে পাবর্তীপুর উপজেলার কঠিন শিলা প্রকল্প।
এরমধ্যে এক বছর বাড়ানো হয়েছে বেলারুসের কোম্পানী জামর্নিয়া ট্রাষ্ট কনসোর্টিয়াম এর সাথে চুক্তির মেয়াদ। এদিকে দৈনিক ৫ হাজার ৫০০ মে. টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে গেল ২০১১ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখে ৬ বছরের জন্য পাথর উত্তোলনের জন্য চুক্তিবন্ধ হয় প্রতিষ্ঠানটি। খনি থেকে পাথর উত্তোলনের শুরু হয় ২০১৪ সালের ফেব্রয়ারী মাসে। এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে এ বছরের ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখ। পুণরায় এক বছরের জন্য চুক্তি স্বাক্ষর সম্পন্ন হওয়ায় জটিলতা শেষ হয়েছে পাথর উত্তোলন নিয়ে। খনি কর্তৃপক্ষ বলছে, গেল ২৬ মার্চ থেকে করোনায় লকডাউনের কারণে বন্ধ পাথর উত্তোলন।