সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু
- আপডেট সময় : ১২:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেজোয়ানুল বারী শামিম এর মৃত্যু হয়েছে। রোববার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. রেজোয়ানুল বারী শামিম বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার অবসরপ্রাপ্ত চিকিৎসক আব্বাস আলী মিঞার ছেলে।
ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে রুহুল আমীন উজ্জ্বল নামে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সদর উপজেলার অষ্টাধর ইউনিয়নের ভোগলী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে উজ্জ্বল দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রাজনগরে একজনের মৃত্যু হয়েছে। রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হংসখোলা গ্রামের মোঃ সুজা মিয়া করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে সিলেট শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পর তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।