অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে গাজীপুরের সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স রেবের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, রেব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে জানানো হয়, ওই হাসপাতালের যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই। এছাড়া নানা অব্যবস্থাপনাসহ অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রি পাওয়া যায়। এছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে মেডিক্যাল শর্ত মানা হয়নি।