কিংবদন্তি সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে প্রিয় কর্মস্থল এফডিসি’তে শেষ শ্রদ্ধা
- আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী । দুপুরে প্রিয় কর্মস্থল এফডিসি’তে শেষ শ্রদ্ধা জানান সংগীত-চলচ্চিত্রের সহকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ সময় আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দীন আলী দেখেতে ভিড় জমান তার অনুরাগী ভক্তরা।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের জুন মাসে তার শরীরে ক্যানসার ধরা পড়ে।
সবশেষ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে রোবাবার বিকেলে না ফেরার দেশে পাড়ি জামান তিনি। তার দীর্ঘ সঙ্গীত সাধনার কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন তার সন্তান ও শুভাকাঙ্খীরা।
ভক্সপপ ৪ সংগীত পরিচালক আলাউদ্দীনের ছেলে মেয়ে ।
অসংখ্য কালজয়ী গানের সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ভক্ত অনুরাগীরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ও চলচ্চিত্রসহ দেশের শোবিজ অঙ্গনে।
ভক্সপপ ৪ শিল্পী
এফডিসিতে শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে।