দেশে করোনায় একদিনে আরও ৩৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে ২২ জন পুরুষ আর ৫ জন নারী। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৭১জন । এরমধ্যে পুরুষ মারা গেছে ২ হাজার ৭৪৯ জন ও নারী ৭২২ জন।গেল ২৪ ঘন্টায় আরো শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময় তিনি জানান, গেলো ২৪ ঘন্টায় ১৫ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করা হলেও দেশে ৮৬টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত ১২লাখ ২৭ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে ১ হাজার ৫৩৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২জন। গেল ২৪ ঘন্টায় ৮৬৩ জনকে আইসোলেশন করা হয়েছে। এছাড়া শনাক্তের হার ২০.২২শতাংশ। সুস্থতার হার ৫৭.৬৭শতাংশ। মৃতের হার ১.৩২ শতাংশ বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।