ইয়াবার আসামী ছাড়িয়ে নিতে এসে যুবলীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় ইয়াবার ৪ আসামীকে ছাড়িয়ে নিতে এসে ঘুষের ২ লাখ টাকাসহ যুবলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব- ১১। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে র্যাব- ১১ সিপিসি ২ এর একটি দল।
দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানী অধিনায়ক। র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাকিব জানান, সোমবার নগরীর নানুয়াদীঘি এলাকা থেকে ৩০৫ পিছ ইয়াবা, ১২ ক্যান বিয়ার, মাদক বিক্রির ৩৭ হাজার টাকাসহ চার মাদক ব্যবসায়ী সজীব, নিপু, শাকিল বিন জলিল ও আবুলকে হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে। তাদেরকে র্যাব অফিসে নিয়ে আসলে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বোরহান মাহমুদ কামরুলসহ ৬ জন আসামীদের ছাড়িয়ে নিতে ২ লাখ টাকা উৎকোচ প্রদানের চেষ্টা করলে র্যাব তাদেরকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং উৎকোচ প্রদানের চেষ্টার অপরাধে দুদকের মামলা প্রদান করা হচ্ছে।