উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর
- আপডেট সময় : ০৭:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধর্ম অবমাননা’কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর।
ফেসবুক পোস্টের মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে; এমন অভিযোগ নিয়ে স্থানীয় এক রাজনীতিবিদের বাড়ির বাইরে সমবেত বিক্ষুব্ধদের ওপর চালানো পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন জন। এছাড়া পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
ব্যাঙ্গালোরে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি এবং ১১০ বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
ব্যাঙ্গালোর পুলিশের কমিশনার কমল পান্থ জানিয়েছেন, মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ৬০ পুলিশ সদস্য আহত হয়েছে। শহরের দুটি এলাকায় জারি করা হয়েছে কারফিউ। ব্যাঙ্গালোর পুলিশের এক টুইট বার্তায় বলা হয়েছে, লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহারের পরও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়ে তাজা গুলি ব্যবহার করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে ওই বার্তায়। এই ঘটনায় তিন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কর্নাটকের রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।