কক্সবাজারে সিনহা রাশেদ খান হত্যা তদন্তে ‘গণশুনানি রোববার
- আপডেট সময় : ০২:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৬৮০ বার পড়া হয়েছে
কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে ‘গণশুনানি’ করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
আগামী ১৬ আগস্ট সকাল ১০টার দিকে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে আয়োজিত এই শুনানিতে ঘটনার প্রত্যক্ষদর্শীদের নির্ধারিত সময়ে উপস্থিত হতে বলা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও মেজর সিনহার মৃত্যুজনিত ঘটনা তদন্তে সরকারের গঠিত কমিটির সদস্য মোহাম্মদ শাজাহান আলি স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে চট্টগামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও যুগ্ম সচিব মিজানুর রহমানকে প্রধান করে উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করে সরকার। ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় বাহারছড়া তদন্তকেন্দ্রের বরখাস্তকৃত পরিদর্শক ইন্সপেক্টর লিয়াকত আলীকে প্রধান আসামী এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন।