স্বার্থ সিদ্ধির ষড়যন্ত্রে জাতীয় শোক দিবসের পরিবেশ যেন নষ্ট না হয় :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কোন ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির ষড়যন্ত্রে জাতীয় শোক দিবসের পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচারে কমিশন গঠন করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ । আর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেবল ১৫ আগস্টের খুনিদেরই নয়, এর পেছনের দেশি-বিদেশি পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ।
জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বসে প্রস্ততি সভা। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে এবং ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য দেশবাসীকে আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্ট হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের মরনোত্তর বিচার করা হবে।
ধানমণ্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেয়ায় রাজনৈতিক অপমৃত্যু হয়েছে বিএনপির।
পরে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির ভার্চুয়াল সেমিনারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেন, বঙ্গবন্ধুর হত্যার পিছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুক্ত ছিলেন।