করোনা প্রকোপ কমে আসায় ডেডিকেটেড হাসপাতালকে নন কোভিডে রূপান্তরিত করা হচ্ছে
- আপডেট সময় : ০৮:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনার প্রকোপ কমে আসায় চলতি মাসেই করোনা ডেডিকেটেড কয়েকটি হাসপাতালকে নন কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য অসুবিধার চিকিৎসা সহজ হবে বলেও জানান তিনি। এছাড়া দেশের ৮ বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের জন্য ৩০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। দুপুরে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে এ কথা বলেন জাহিদ মালেক ।
কিছুদিন আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে প্রধানমন্ত্রী আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেন। যেখানে ক্যানসার, হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞ তৈরিতে উচ্চতর শিক্ষার ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। এ বিষয়ের অগ্রগতি ও বেড সংখ্যা বাড়ানোর ব্যাপারে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী ।
জানান, এখনো মানুষ দেশ থেকে বিদেশে যান উন্নত চিকিৎসার জন্য। ৮ বিভাগে এই হাসপাতালগুলো হলে চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা অনেকাংশেই কমবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসের শেষ দিকেই কয়েকটি সরকারি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করে বাকি হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে।
বুধবার থেকে অনলাইন বুলেটিন বন্ধ ঘোষণা দেয়ায় তথ্যের কোন ঘাটতি হবেনা বলেও জানান জাহিদ মালেক।