টুরিষ্ট ভিসার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি ভারত
- আপডেট সময় : ০৮:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
টুরিষ্ট ভিসার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি ভারত। এমনটা জানিয়েছেন ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে কাজ চলছে যেন তাড়াতাড়ি ভিসা চালু করা যায় বলেও জানান তিনি। অন্যদিকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক সুস্থ ও সবল রয়েছে। সচিবালয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সাথে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান তারা।
কোভিডের মধ্যেও বন্ধ নেই বাংলাদেশ ভারত বাণিজ্য। আমদানি-রপ্তানি সহ নানা কার্যক্রমে বাংলাদেশ ভারতের মধ্যে ক্রমেই সম্পর্কের উন্নতি হচ্ছে। কদিন আগেও জাহাজ চলাচলের স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর -এসওপি স্বাক্ষরের আলোকে পরীক্ষাও শুরু হয়েছে।
বিদায়ী হাইকমিশনার রীভা গাংগুলি দাসের উপস্থিতিতে এমন অনেকগুলো কার্যক্রম এগিয়ে নেয় দুই দেশ। তাইতো বিদায়ের আগে নৌ-প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে এসে এসব বিষয় নিয়ে আশার কথা জানান রীভা গাঙ্গুলী দাস।
প্রশ্ন করা হয় ভিসার ব্যাপারেও, বলেন করোনা পরিস্থিতি এখন দুদেশেই ওঠা-নামা করছে।
এ সময় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রক্তের বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী ।
তিনি জানান, নৌ মন্ত্রণালয়ের কিছু প্রটোকল সংশোধন করার পর্যায়ে আছে। যেগুলো নিয়ে কাজ চলছে বলেও জানান নৌ-প্রতিমন্ত্রী।