গোপালগঞ্জ ও কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাবা আকবর হোসেন ও ছেলে বেলাল হোসেন মারা যায়। হাসপাতালে আনার পরে মা বিলকিস বেগম মারা যান। এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা ও প্রাইভেট কারের হেলপার মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমীন নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১০ জন। বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দূর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌছালে বিপরিত দিক খুলনার দৌলতপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।