বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে
- আপডেট সময় : ০৭:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। ট্রাক ঢোকার সময়সীমা নির্ধারিত থাকায় ভারতীয় রপ্তানিকারকদের লোকসান হচ্ছে বলে, পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে তারা। ফলে, বাংলাবান্ধায় ব্যবসায়ি, শ্রমিকসহ সংশ্লিষ্টরা বেকার হয়ে পড়েছে।
করোনার সংক্রমণ ঠেকাতে ৮০ দিন বন্ধ থাকার পর, গত ১৩ জুন এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও, পাথর বোঝাই ট্রাকের জন্য নির্ধারন করা হয় দুপুর বারোটা পর্যন্ত। মাত্র ১০০ ট্রাক পাথর আমদানির নির্দেশনা দেয় জেলা প্রশাসন।
ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার আ্যসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেয়ায় অনেক ট্রাক আটকা পড়ে যায়। বিকেল চারটার মধ্যে আনলোড করে ভারতে ফিরে যেতে পারছেনা। ফলে, রপ্তানিকারকদের লোকসান গুণতে হয়। নতুন সময়সীমা নির্ধারন না করলে ব্যবসা বন্ধই রাখবে রপ্তানিকারকরা। এমনিতেই করোনার কারণে বন্দরে কাজ কাম কমে গেছে। এখন বেকারত্ব দেখা দেওয়ায় হতাশা বাড়ছে।
বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্টরা জানান, বন্দরটি পাথর নির্ভর। অন্যান্য পোর্টের মতো বাংলাবান্ধা স্থল বন্দরের সময়সীমা নতুন করে ঠিক করা দরকার। পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়শন জানায়, দেশের বিভিন্ন স্থলবন্দরে ট্রাক ঢোকার সময়সীমা বিকেল চারটা পর্যন্ত থাকলেও, বাংলাবান্ধায়ই শুধু ব্যতিক্রম করা হয়েছে। শিগগিরি এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে, সংশ্লিষ্টরা।