হাতিয়ার মেঘনা-সন্দ্বীপ চ্যানেলে দু’টি মালবাহী জাহাজ ডুবে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। ঝড়ো হওয়া ও দমকা বৃষ্টির প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। এদিকে সৃষ্ট নিম্নচাপে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা-সন্দ্বীপ চ্যানেলে দু’টি মালবাহী জাহাজ ডুবে গেছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জাহাজে থাকা মাস্টারসহ ১৫ জন ক্রু’র কোনো সন্ধান মেলেনি। তবে ডুবে যওয়া জাহাজ আক্তার বানু-১ এর ম্যানেজার রাজু মুঠোফোনে জানান, ১৮’শ টন গম নিয়ে জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার ১১নং চ্যানেলে জাহাজটি ডুবে যায়।