নরসিংদীতে লটকন চাষে ঝুঁকছে কৃষক
- আপডেট সময় : ০৩:২২:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে লটকন চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় ঝুঁকছে কৃষক। অর্থনৈতিকভাবে সাফল্যও পেয়েছে অনেকে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও হচ্ছে এখন। তবে, এবছর লটকনের উৎপাদন ভাল হলেও করোনা সংক্রমণের কারনে বাজারদর কিছুটা কম।
জেলায় এবছর এক হাজার ছ’শ ১০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় ৩০ হেক্টর বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে শিবপুর উপজেলায়। সুস্বাদু লটকন ঔষধি গুণসম্পন্ন হিসেবে জনপ্রিয়তা পাওয়ায়, এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। এছাড়া, অন্য ফসলের তুলনায় কয়েকগুন লাভ বেশি হওয়ায় লটকন চাষে ঝুঁকছে কৃষক।
এখানকার লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে। তবে, এবার করোনার কারনে দাম কমে গেছে বলে জানান, পাইকাররা।
ভক্সপপ: পাইকার লটকনের বহুমুখী ব্যবহার করতে পারলে চাহিদা বাড়বে বলে মনে করেন, এই কর্মকর্তা।
কৃষি বিভাগ জানিয়েছে, এবছর জেলায় ২৪ হাজার ১৫০ টন লটকন উৎপাদন হবে। যার দাম, প্রায় দেড়’শ কোটি টাকা।