যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় ৫ কর্মকর্তা রিমান্ডে
- আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনীতে তিন কিশোর নিহত ও আরও ১৫ কিশোর আহতের ঘটনায় গ্রেফতার কেন্দ্রের ৫ কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে আজও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান সাংবাদিকদের জানান, গতকাল আদালত ৫ জনের রিমান্ড আবেদন মঞ্জুর করার পরপরই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আজও তা চলমান রয়েছে। এদিকে শিশু উন্নয়ন কেন্দ্রের ওই ঘটনায় সমাজ সেবা অধিদপ্তরের দুই সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কমিটির প্রধান– সমাজ সেবা অধিদপ্তর ঢাকার পরিচালক সৈয়দ মো. নূরুল বশির জানান, এরই মধ্যেই তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোরদের সাথে কথা বলেছেন। তদন্তের জন্য তারা যশোর শিশু উন্নয়ন কেন্দ্রেও যাবেন। এরপর ঢাকায় গিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের রিপোর্ট দেবেন। ইতিমধ্যেই এ কমিটি বেশকিছু অনিয়মের প্রমান পেয়েছে বলে জানিয়েছে।