৩৪ কম্পিউটার ও ৩৫টি মোবাইল ফোনসহ আন্ত:জেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে অভিযান চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুরি যাওয়া ৩৪ কম্পিউটার ও ৩৫টি মোবাইল ফোনসহ আন্ত:জেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালী এলাকার ‘জিসান ইন্টারন্যাশনাল’ হোটেলের একটি কক্ষ থেকে ৩৪টি কম্পিউটারসহ হুমায়ূন কবীর ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জে অভিযান চালিয়ে এর সাথে জড়িত মাসরুল ইসলাম পন্নি, আঃ রহমান সৌরভ শেখ, নাজমুল হাসান, হাসিবুর রহমান শান্ত ওরফে কাকন, নাইম উদ্দিনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, সদর উপজেলার কাঠি বাজারের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও নগদ টাকাসহ আন্ত জেলা চোর চক্রের দুই সদস্য সেন্টু শেখ ওরফে সাকিল এবং মো: কুরবান আলীকে গ্রেফতার করা হয়।