করোনা মহামারীর কারনে পিছিয়ে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মহামারির কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন এক ঘোষণায় জাতীয় নির্বাচন প্রায় এক মাস পেছানোর কথা জানান।
আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে ১৭ অক্টোবর। নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন জেসিন্ডা অর্ডার্ন। চলতি সপ্তাহের শুরুতেই দেশটির অন্যতম বড় একটি শহরে লকডাউন করা হয়। জেসিন্ডা অর্ডার্ন বলেন, নির্বাচন পেছানোর এই সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেওয়া সব দল আগামী নয় সপ্তাহ নির্বাচনী প্রচারণার জন্য সময় পেল। একই সঙ্গে নির্বাচন কমিশনও নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় হাতে পেল। এর আগে নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানান দেশটির বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্স। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয়।