সাহেদ করিমকে আজ দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাবাসাদ
- আপডেট সময় : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে আজ দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাবাসাদ করা হয়েছে। এ সময় দুদক সচিব দিলাওয়ার বখত জানান, শুধু সাহেদ নয়, দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধানে দুদক যে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। গণমাধ্যমকে মুঠোফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, অর্থ আত্মসাতের পাশাপাশি দুর্নীতির অন্য অভিযোগের বিষয়েও শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে সাহেদের রিজেন্ট হাসপাতালের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
প্রতারক সাহেদের চাতুরিতে বৈধ অনুমোদন ছাড়াই কোভিড-১৯ চিকিৎসায় অনুমতি পায় রিজেন্ট। সময়ের সাথে সাথে ভয়ভীতি প্রতারণা অর্থ আত্মসাৎসহ শাহেদের বিরুদ্ধে উঠা একাধিক অভিযোগে দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।
এমন বাস্তবতায় দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় ৭ দিনের রিমাণ্ডে থাকা সাহেদকে সোমবার হাজির করা হয় দুদক কার্যালয়ে। কেন সাহেদকে আনা হয়েছে, মুঠোফোনে সেই প্রশ্নের উত্তরও দেন দুদক সচিব।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা আবুল কালাম আজাদকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। সেই সওয়াল জবাবের তালিকায় স্বাস্থ্য মন্ত্রীও যুক্ত হবেন কিনা, সেই প্রশ্নের উত্তরও দেন দুদক সচিব।
পদ্মা ব্যাংকের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা এই মামলায় শাহেদ ছাড়াও আরো ৩ জনকে আসামী করে দুদক।