রাজশাহীতে রেলওয়ে হাসপাতালের নানা অনিয়মের তদন্ত শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে রেলওয়ে হাসপাতালের নানা অনিয়মের তদন্ত শুরু হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দেয়ার কথা।
এর আগে গেল ১০ ও ১১ আগস্ট রেলওয়ে হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে এসএটিভিতে বিশেষ ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হয়। এরপরই তোলপাড় শুরু হয়। তবে হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে গত ১২আগস্ট পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দারকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে কর্তৃপক্ষ। এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কমিটির প্রধান। এবিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, এসএটিভিতে প্রচারিত নানা অনিয়মের চিত্র ছাড়াও সার্বিক বিষয় তদারকির জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।