সিনহা হত্যা মামলার বরখাস্ত ওসি প্রদীপসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে র্যাব
- আপডেট সময় : ০১:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে সিনহা রাশেদ খান হত্যা মামলার বরখাস্ত ওসি প্রদীপসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে র্যাব। বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা কারাগার থেকে তাদেরকে রেব হেফাজতে নিয়ে যওয়ার কথা নিশ্চিত করেছেন জেল সুপার মো. মোকাম্মেল হোসেন।
ওসি প্রদীপসহ তিন জনকে রেব হেফাজতে নেয়া হয়েছে । রেবের গণমাধ্যম শাখার প্রধান লে.কর্নেল আশিক বিল্লাহ সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের জলতরঙ্গ রিসোর্টে প্রেস ব্রিফিংয়ে জানান , ঘটনার মূল সাক্ষী শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইসসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানায় পুলিশের হেফাজতে রক্ষিত আছে। এদিকে প্রদীপ কুমার দাশসহ ৩ আসামিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রেব। গ্রেপ্তার তিনজন হলেন এপিবিএনের সহকারী উপপরিদর্শক-এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। ঘটনার দিন এই তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন।