ওসি আবুল কালামের বিরুদ্ধে কিশোর নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ০১:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
সুন্দরবন শরণখোলা রেঞ্জের কটকা অভায়রণ্য কেন্দ্রের ওসি আবুল কালামের বিরুদ্ধে কিশোর নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত ও নির্যাতনকারীর বিচার চেয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, গেলো ৮ আগষ্ট সুন্দরবনের পাস নিয়ে সাগরে যায় শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ১০ ইলিশ আহরনকারী। এদের সাথে খলিলুর রহমানের ছেলে কিশোর ইমাম হোসেনও ছিল। অবৈধভাবে অভায়রন্যে ঢোকার দায়ে ওই ১০জনকে আটক করে বন বিভাগ। দু’দিন পরে, ইমাম হোসেন ছাড়া অন্য ৯ জেলের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, ওই কিশোরকে আবার বনে নিয়ে যায়। সেখানে আটকে রেখে খাবার না দিয়ে শারিরীক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। চারদিন পর, ১৪ আগষ্ট রাতে শরনখোলা রেঞ্জ অফিসে তাকে পরিবারের কাছে হস্থান্তর করে, বন বিভাগ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি। এদিকে, ছেলেটির চিকিৎসা চলছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, বন বিভাগ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে এলাকাবাসী।