করোনাকালে অস্ত্রোপচার ছাড়াই বেশিরভাগ প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব
- আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনায় মানুষের নানামুখী দুর্ভোগ বাড়লেও, সন্তান প্রসবের ক্ষেত্রে গত চার মাস ছিল ব্যতিক্রম। বেশিরভাগ মায়েরাই অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করেছেন। মৃত্যুর হারও ছিল সর্বনিম্ন। স্বাভাবিক দিনগুলোতে বেসরকারি ক্লিনিকে ভয় দেখিয়ে অস্ত্রোপচারে বাধ্য করা হতো বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। বরিশাল থেকে সালেহ টিটুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নারায়ন সাহা।
গেল চার মাস আগে অন্ত:সত্বা স্ত্রীকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করেন, বিএম কলেজের কর্মচারি মনির হোসেন। এরপর, মা ও অনাগত শিশুর বিভিন্ন সমস্যা দেখিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ চাপ দিলে অস্ত্রোপচারে রাজি হন তিনি। চিকিৎসা শেষে প্রায় ৪০ হাজার টাকা গুনতে হয়েছে মনিরকে। অথচ, করোনাকালে ক্লিনিকে এ ধরনের অস্ত্রোপচার নেই বললেই চলে।
ক্লিনিক সংশ্লিষ্টদের দাবি, স্বচ্ছল মায়েরা ব্যথা ছাড়া সন্তান প্রসবে অস্ত্রোপচার বেছে নেয়। আর সচেতন মহলের অভিযোগ, ভয়-ভীতি দেখিয়ে সিজারে বাধ্য করা হয়।
সিভিল সার্জন মনে করেন, করোনাকালে বেসরকারি ক্লিনিক বাদ দিয়ে চিকিৎসকরা সরকারি স্বাস্থ্য দপ্তরে বেশি সময় দেয়ায় সিজার কম হয়েছে। আর বিভাগীয় এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, কড়া নজরদারির কারণে অস্ত্রোপচার কমেছে।
অস্ত্রোপচারের খরচও দিন দিন বেড়েই চলেছে। অপারেশন থিয়েটারের ভাড়া থেকে শুরু করে এনেসথেসিয়া, পরীক্ষা-নীরিক্ষা, ওষুধ, কেবিন ভাড়া এবং বকশিসে বড় অংকের টাকা গুনতে হয়।