নদীর চরিত্র বুঝেই তীরে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নদীর চরিত্র বুঝেই এর আশপাশে ঘরবাড়ি বা স্থাপনা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীর পাড়ে এমন স্থাপনা নির্মাণ করতে হবে, যেন তা দ্রুত সরিয়ে নেয়া যায়। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে ২০২০-২১ অর্থবছরের পঞ্চম একনেক সভা। করোনা পরিস্থিতির কারণে পরিকল্পনা কমিশনে যোগ দেন উত্থাপিত প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মহামারী করোনার কারণে মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিঘ্ন হলেও অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।
সভায় তিন হাজার চারশ বাষট্টি কোটি টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্প অনুমোদন পায়। সভা শেষে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, নদীর মোহনায় এমন ভবন নির্মাণ করতে হবে যেন দ্রুত সরিয়ে নেওয়া যায়। নদীর চরিত্র বুঝে মডেল ডেভেলপ করতে বলেছেন তিনি।
পরিকল্পনামন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্পের আওতায় রেস্ট হাউজ নির্মাণ না করে সামগ্রিকভাবে প্রকল্প প্রণয়ন করার নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, টোল ফ্রি সড়কের পক্ষে নন প্রধানমন্ত্রী। তবে টোল সহজতর করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে ।